খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিশ্বকাপের আগে অস্ট্রিয়ার সঙ্গে বড় ধাক্কা খেয়েছে জার্মানি। তবে ওই ম্যাচে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন কোচ জোয়াকিম লো। আর চমক রেখেই রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। যেখানে অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির উইঙ্গার লেরয় সান। তবে দলে ফিরেছেন অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল ন্যুয়ার। এছাড়া রক্ষণভাগের শক্তি বাড়াতে ফিরেছেন জেরোমে বোয়াটেং।
এবার এফ' গ্রুপে পড়েছে জার্মানি তাদের প্রতিপক্ষ হচ্ছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।১৭ জুন মেক্সিকোর বিপক্ষে প্রথশ ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা।
২৩ সদস্যের জার্মানি দল:
গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (পিএসজি)
ডিফেন্ডার: জেরোমে বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), মাথিয়াস জিন্টার (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), ইয়োনাস হেক্টর (কোলন), মাটস হুমেলস (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), মার্ভিন প্লাটেনহার্ডট (হার্থা বার্লিন), আন্টোনিও রুডিগার (চেলসি), নিকলাস জুলে (বায়ার্ন মিউনিখ)
মিডফিল্ডার: ইউলিয়ান ব্রান্ডট (বায়ার লেভারকুজেন), ইউলিয়ান ড্রাক্সলার (পিএসজি), লিয়ন গোরেটস্কা (শালকে), ইলকাই গিনদোয়ান (ম্যানচেস্টার সিটি), সামি খেদিরা (ইউভেন্তুস), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), সেবাস্টিয়ান রুডি (বায়ার্ন মিউনিখ)
স্ট্রাইকার: মারিও গোমেস (স্টুটগার্ট), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড), টিমো ভেরনার (আরবি লাইপজিগ)।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০