খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সিপি কোম্পানির অদূরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক দবির উদ্দীন (৩২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ট্রাকচালক দবির উদ্দীন সদর উপজেলার যুগির হুদা গ্রামের আক্কাচ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সরোজগঞ্জ বাজার থেকে ভুট্টা বোঝাই করে চুয়াডাঙ্গা শহরের যাওয়ার পথে সিপি কোম্পানির অদূরে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকচালক দবির উদ্দীন, দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামের তাহাজেল, একই গ্রামের আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম ও সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের আকরাম হোসেন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দবির উদ্দীনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০