নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট থানাধীন শলুয়া ইউনিয়নের দৌলতপুর এলাকায় রাত ৯টার দিকে নিজ বাসায় মানসুর রহমান (৭০) খুন হন। তিনি ওই গ্রামের -মৃত হবিবর রহমানের ছেলে। চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি নূরে আলম এর নেতৃত্বে চারঘাট মডেল থানা পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে দুইজনকে গ্রেফতার করে এবং এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন, একই গ্রামের মোফাজ্জেল হোসেন মোফার ছেলে
রোমান হোসেন সেতু (২১) ও মোজাম্মেল হক এর ছেলে আকাওয়াদ শাওন (২৭)। গ্রেফতারকৃত আসামী দুইজন আজ বৃহস্পতিবার ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করেন। মূলত অর্থের লোভে গ্রেফতারকৃত দুইজন এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটায়। তারা দুইজনই স্থানীয়ভাবে বখাটে এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। মৃত মানসুর রহমান এলাকায় তার নিজ বাড়িতে একাই থাকতেন। আটককৃত দুইজন এই সুযোগকে কাজে লাগিয়ে ঘটনার দিন তার বাসায় চুরির পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসাবে শাওনের সহায়তায় আসামী সেতু
সীমানা প্রাচীর টপকিয়ে বাসার ভিতরে প্রবেশ করে এবং শাওন বাসার বাইরে অবস্থান করে। মৃত মানসুর তার রুমের দরজা খুলে বাথরুমের দিকে গেলে সুযোগ বুঝে সেতু বৃদ্ধার ঘরে ঢুকে পরে এবং বিছানা, টেবিলের ড্রয়ার ইত্যাদি ওলট-পালট করে টাকাসহ মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। বিষয়টি মৃত মানসুর রহমান টের পেলে রুমে কে আছে বলে চিৎকার দেয়। এ সময় সেতু মৃত মানসুরকে জাপটে ধরে এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার হাতে থাকা এনট্রি কার্টার দিয়ে গলায় আঘাত করে রক্তাক্ত জখম করে সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। বর্তমানে আসামী দুইজন জেল হাজতে আটক আছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০