খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: মাইনাসের কোঠায় তাপমাত্রা ছুঁয়েছে চীন । ভয়াবহ তুষারপাতে চীনের পরিস্থিতি সংকটজনক। তুষারপাতের জেরে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জানা গেছে, গত এক সপ্তাহে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনহুই, হেনান, জিয়াংসু, হুবেই, হুনান, শানক্সি পুরু বরফে ঢেকে গিয়েছে। যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত। প্রশাসনের পক্ষে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে রাস্তা পরিষ্কারের কাজ। বিপর্যস্ত এলাকা থেকে সাধারণ মানুষদের উদ্ধার করার কাজ চলছে।
এখন পর্যন্ত ৩৭০০জনকে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। ৭০০টি বাড়ি তুষারপাতে ধসে গিয়েছে সম্পূর্ণভাবে। ২৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে চীনা সংবাদসংস্থা সূত্রের খবরে বলা হয়েছে। পাশাপাশি এই তুষারপাতের জন্য প্রায় আড়াই লক্ষ হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে গিয়েছে। যার ফলে প্রায় ২৫৪মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই দেশ।
পাশাপাশি ১৯টি জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। গত ষাট বছরের শীতের রেকর্ড ভেঙে গিয়েছে। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০