খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থানরত চীনা নাগরিকদের এক মাসের মধ্যে চিনে না যাওয়া এবং চীন থেকে বাংলাদেশে আসা অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশের চলমান প্রকল্পের চিনা নতুন লোক আনতেও নিষেধ করা হয়েছে।
আজ রোববার (০২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। আগামী এক মাস আমরা ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি। তবে তারা ভিসা নিয়ে আসতে পারবে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। তিনি বলেন, এখানে অনেক প্রকল্পে চীনারা কাজ করেন। সেজন্য আমরা সতর্ক রয়েছি। তবে এখন তাদের বাংলাদেশে আসতে হলে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০