খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি ইতিমধ্যেই ভারতবাসীর মন জয় করে নিয়েছে৷ এবার চিনে পাড়ি দিতে চলেছে সেই ছবি৷ কিন্তু একেবারেই অন্য নামে৷ ‘লিটল ললিতা মাঙ্কি গড আঙ্কেল’ নামে ছবিটি চিনে মুক্তি পেতে পারে বলে কানাঘুঁষো শোনা যাচ্ছে৷
২০১৫তে ভাইজানের আবেগে ভেসেছিল গোটা দেশ৷ বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ভাইজান৷ ছবিটির পরিচালক ছিলেন কবীর খান৷ নিজের পরিবার থেকে হারিয়ে গিয়েছিল ছোট্ট মুন্নি৷ এরপর সলমন খান মুন্নিকে পাকিস্তানে তার বাড়িতে পৌঁছে দেয়৷ সেই ঘটনাটি যেভাবে চিত্রায়িত হয়েছে সেটিতেই ভারতবাসীর মন কেড়ে নিয়েছেন কবীর খান৷
সেই ছবিই এবার মুক্তি পেতে চলেছে চিনে৷ কিন্তু আচমকা কেন নামের এই পরিবর্তন? এই প্রসঙ্গে চিনের চলচ্চিত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছবিটিতে মুন্নির ভূমিকাটা অসামান্য ছিল৷ অসাধারণ অভিনয় দক্ষতার মধ্য দিয়ে সে ফুটিয়ে তুলেছে তার চরিত্রটি ছবিতে৷ তাই তারা কিন্তু বজরঙ্গি ভাইজান নামটির মধ্য দিয়ে কোনওভাবেই মুন্নির চরিত্রটি বোঝানো যাচ্ছেনা৷ সেই কারণেই এই নামের পরিবর্তন৷ লিটল ললিতা নামটির মধ্য দিয়ে মুন্নিকেই বোঝানো হয়েছে৷
যদিও এই যুক্তিটি একেবারেই ভিত্তিহীন৷ ছবিটিতে ওই ছোট্ট মেয়েটি মুন্নি নামে অভিনয় করেছে সেখানে কেন ললিতা দেওয়া হল ছবির নামে? সেটি নিয়ে প্রশ্ন উঠছে৷ সালমান খান ছাড়াও করিনা কাপুর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি এই ছবিতে অসাধারণ অভিনয় করেছেন৷
খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০