খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মুরগির মাংস পাতে না পড়লে খাওয়াটা ঠিক জমে না৷ ছোট থেকে বড়, সবার পছন্দ মুরগির মাংসের হরেক পদ৷ মুরগির মাংস দিয়ে নানা ঘরোয়া পদ তৈরি করতে পারেন খুব সহজেই৷ আজকের রেসিপি চিকেন ঝাল ফ্রাই।
উপকরণ
মুরগি ১টি ( দেড় কেজি )
পেঁয়াজ ৫-৬টি
আদা বাটা ২ চা-চামচ
রসুন বাটা ১ চা-চামচ
লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ
হলুদ পরিমান মত
তেল আধ কাপ
এলাচ ৪টে
দারুচিনি ৩-৮ টুকরা
টম্যাটো সস ২ টেবিল-চামচ
কাঁচা লঙ্কা ৫-৬টি।
নুন পরিমান মত
রান্নার প্রণালী
প্রথমে মুরগির ১২-১৫ পিস আলাদা করে ধুয়ে রাখুন৷ কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। লালচে ভাব হয়ে আসলে মুরগির টুকরোগুলো দিয়ে ভাজতে থাকুন। এ সময় নুন দিয়ে দিন। আরও কিছুক্ষণ ভেজে এতে সব মশলা দিয়ে ঢেকে দিয়ে ১ মিনিট সেদ্ধ করুন।
এরপর ১ কাপ জল দিয়ে মৃদু আঁচে মুরগি সেদ্ধ করতে থাকুন। মোটামুটি জল শুকিয়ে আসলে তাতে টমেটো সস ও কাঁচা লঙ্কা দিয়ে আরও ১৫ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন।
অনেকসময় বাচ্চারা আলু ঝাল ফাইয়ের সাথে আলু খেতে পছন্দ করে। তাই আলুও দিতে পারেন। সেক্ষেত্রে যখন টম্যাটো সস দেবেন তখন আলু গুলো টুকরো করে দিয়ে দিবেন। এখন এই ঝাল ফ্রাইয়ের ওপর ধনে পাতাসহ অন্যান্য কিছু উপাদান দিয়ে পরিবেশন করতে পানে অনায়াসে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০