খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: শুক্রবারই জানা গিয়েছিল অভিনেতা ইরফান খান বিরল নিউরোএন্ডোক্রিন রোগে আক্রান্ত৷ টুইটারে জানিয়েছিলেন চিকিৎসার প্রয়োজনে বিদেশেও যেতে পারেন৷
এরপরই গুঞ্জন ছড়ায় তিনি আমেরিকায় গিয়েছেন চিকিৎসার জন্য৷ কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে ইরফান আমেরিকা নয়, লন্ডনে চলে গিয়েছেন৷ ডেকান ক্রনিকলে প্রকাশ, লন্ডনের ভারতীয় বংশোদ্ভূদ নিউরোএন্ডোক্রিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে শুরু হয়েছে অভিনেতার চিকিৎসা৷
তবে ইরফানের ভক্তদের জন্য ভালো খবর৷ তাঁর এই রোগ থেকে বড় কোনও বিপদ নেই৷ সব রিপোর্ট দেখে এমনটাই জানিয়েছেন ডাক্তার৷ অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডাক্তার ইরফান ও তাঁর পরিবারকে আশ্বস্ত করেছেন যে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন তিনি৷ ইরফান ও তাঁর স্ত্রী ওই ডাক্তারকেই চিকিৎসার ভার সামলানোর দায়িত্ব দিয়েছেন৷
মার্চ মাসের শুরুতেই টুইট করে বিরল রোগে আক্রান্তের কথা শেয়ার করেন ইরফান৷ কিন্তু তখনও রোগের নাম জানা যায়নি৷ গত শুক্রবার টুইট করে জানান, তিনি নিউরোএন্ডোক্রিন রোগে আক্রান্ত৷ ততদিনে শুরু হয়েছে গিয়েছে চিকিৎসা৷ জীবনে এত বড় ধাক্কার পরেও আশাবাদী ইরফান৷ জানিয়েছেন, আশা করছি ফিরে এসে আরও গল্প শোনাতে পারব৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০