খবর২৪ঘণ্টা, ডেস্ক: চিকিৎসকরা তাদের কর্মস্থলে না থাকলে তাদেরকে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে
তিনি একথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন, প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সকল হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হাসপালগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে। চিকিৎসকদের দু’বছরের ইন্টার্নশিপ চালু করতে হবে। চিকিৎসকদের অন্তত এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ে।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০