খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: চার বছর পর সুদের হার বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ ঘোষণা দেয়। মূল্যস্ফীতির হার নিয়ে দুশ্চিন্তার বিষয়টি উল্লেখ করে আরবিআই এর ঘোষণায় বলা হয়, ব্যাঞ্চমার্ক রেপোরেট (যে সুদহারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়) ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৬ দশমিক ২৫ শতাংশ করা হলো। খবর এএফপি।
এর আগে ২০১৪ সালের জানুয়ারিতে সর্বশেষ সুদের হার বাড়িয়েছিল ব্যাংকটি। ওই সময়ে সুদের হার আট শতাংশে পৌঁছেছিল। অবশ্য পরে কয়েক ধাপে এই সুদের হার কমানো হয়।
মূল্যস্ফীতির ঝুঁকি ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে আরবিআই ভোক্তা মূল্যস্ফীতি প্রাক্কলন ২০১৯ সালের মার্চের জন্য দশমিক তিন থেকে দশমিক চার শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে। এপ্রিলে ভারতের বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৫৮ শতাংশ। টানা ছয় মাসের মতো এ হার আরবিআইয়ের মাঝারি মেয়াদের চার শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে ছিল।
মুম্বাইভিত্তিক আইআইএফএলের সিনিয়র অর্থনীতিবিদ আশুতোষ দাতার বলেন, এ বছর সুদের হার আরও কয়েক দফা বাড়ানো হতে পারে। জিডিপি প্রবৃদ্ধির যে সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে আরবিআইয়ের হাতে সুযোগ রয়েছে যৌক্তিকভাবেই সুদের হার আরও বাড়ানোর।
২০১৬ সালে বড় মুদ্রা নিষিদ্ধ করার ঘটনায় ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও ম্যানুফ্যাকচারিং খাত ও ভোক্তা চাহিদার কল্যাণে সাম্প্রতিক মাসগুলোতে পুনরুদ্ধার দেখা যাচ্ছে। এ ছাড়া কৃষি উৎপাদনও ভালো। গত সপ্তাহে সরকারের তরফ থেকে জানানো হয় বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৭ শতাংশ, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০