খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: অবসরের সুবিধার্থে প্রশাসনের চারজন অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, টেকসই ও নবায়নযোগ্য জ¦ালানী উন্নয়ন কর্তৃপক্ষের (স্রডো) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য অশোক কুমার বিশ^াসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বেগম ইফফাত আরা মাহমুদকে স্থানীয় সরকার বিভাগে এবং অর্থ বিভাগে সংযুক্ত শফিক আহমেদ শিবলীকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০