নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণার্থী ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে চারঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ একাডেমির ৬ তলা আউট সাইড ক্যাডেট ব্যারাকের নীচ তলায় আগুনের এ ঘটনা ঘটে। এতে ৩৫তম ক্যাডেট ব্যাচের ৬৫ জন সদস্যের শিক্ষাসনদ, টাকা এবং ব্যক্তিগত মালামাল ভষ্মীভূত হয়।
বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০