রাজশাহীর চারঘাট উপজলায় যথাযথ মর্যাদায় চারঘাট উপজেলা ও পৌর আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকালে চারঘাট উপজেলা আওয়ামীলীগ ও পৌর আ’লীগের আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন এবং সার্বিক আলোচক ছিলেন পৌর মেয়র ও পৌর আ’লীগ সাধারন সম্পাদক একরামুল হক।
অনুষ্ঠানর শুরুতে একটি বিশাল আনন্দ র্যালী পৌরসভা চত্তর থেকে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা চত্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রায়হানুল হকের সঞ্চালনায় রাজশাহী জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম, ইউসুফপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক দুলাল সরকার, চারঘাট উপজলার স্বেছাসেবকলীগের সাধারন সম্পাদক মনিমুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০