সারাদেশের ন্যায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্র চারঘাট শাখার আয়োজনে রাজশাহীর চারঘাটেও পাঁচ দফা বাস্তবায়ন এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্র চত্তরে ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্র (বিএনএ) চারঘাট শাখার সিনিয়র স্টাফনার্স শাহানুর আক্তার এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন (বিএনএ) শাখার স্টাফনার্স মনজুয়ারা খানম, বিলকিস খাতুন, বিজরী, খোদাবক্র সরকার ও শিরিনা খাতুন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্র সকল স্টাফনার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,সরকারী চাকুরিতে কর্মরত নার্সদের মুল বেতনের ৩০% ঝুঁকি ভাতা অনতিবিলম্বে নিশ্চিত করা,অন্যান্যটেকনিক্যাল পেশাজীবিদের ন্যায় পূর্বে প্রদানকৃত চাকুরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহলে রাখতে হবে। তাই অতিশীঘ্রই আমাদের ৫ দফা দাবী বাস্তবায়নে জোর দাবী জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০