রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৪ নভম্বর) দুপুর রাজশাহীর চারঘাট উপজলার হাসপাতালসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে লেখাপড়ার খোজ নেন, নন্দনগাছি উচ্চ বিদ্যালয়, পাইটখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর নির্মিত ভবন নির্মানের কাজ পরিদর্শন করে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের খোজখবর নেন ও বীর নিবাস প্রকল্পের ঘর, হলিদাগাছি আশ্রয়ন প্রকল্প পরিবারদের পুর্নবাসনের জন্য ভুমিহীন ও গৃহহীন মানুষর জন্য দেয়া খাস জমিতে দুই কক্ষবিশিষ্ট রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ তাদের অন্যান্য সুবিধা-অসুবিধা বা কোন সমস্যা রয়েছে কি-না তা পরিদর্শন করে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, উপজলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ,নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০