নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় মিনি ট্রাকটারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মারুফুল ইসলাম মারুফ (৩২) নিহত হয়েছেন। নিহত যুবক নগরীর মতিহার থানার ললিতাহার খড়খড়ির এলাকার শাহিন আলমের ছেলে। আজ রোববার এ ঘটনা ঘটে।
জানা গেছে, বানেশ্বরগামী মিনি ট্রাকটার মোক্তারপুর বালুঘাটে বালু নিতে যাওয়ার পথে রাজশাহীগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মারুফুল
ইসলাম মারুফ ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন চারঘাট মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকটর চালক পালিয়ে গেছে। । এ বিষয়ে চারঘাট মডেল ওসি সুমিত কুমার কুন্ডু বলেন, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এসম/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০