চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় অপহরণ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে শ্যামল (২৫)। চারঘাট মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সকালে উপজেলার চামটা এলাকার জনৈক ব্যক্তির অষ্টম শ্রেণীতে পড়–য়া মেয়ে (১৫)কে বিয়ের প্রলোভন দেখে উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক শ্যামল অপহরণ করে ঢাকায়
নিয়ে যায়। এদিকে, গত সোমবার দিনগত গভীর রাতে ওই স্কুল ছাত্রী বাড়িতে ফিরে এসে তার মায়ের কাছে ঘটনা জানান। মঙ্গলবার ওই ছাত্রীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় অপহরণ ও ধর্ষনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, অপহরণ ও ধর্ষণ মামলার আসামী শ্যামলকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ঠু বলেন, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০