বিশেষ প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসায়ীর হয়ে মাদক পাচার করতে রাজি না হওয়ায় তার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না মেজদার নামের এক দিনমজুরের পরিবার বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মেজদারের স্ত্রী রোজিনা বেগম (৪০) রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহর কাছে অভিযোগ দিয়েছেন। পুলিশ সুপার তাৎক্ষনিক বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার কাকড়ামারী চানপুর এলাকার মৃত আতাহার আলীর ছেলে মাহাবুর লীডার তার স্বামী মেজদারকে দিয়ে মাদক পাচারের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মাহবুর লীডার তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলো। এর গত ১৯ রমজান মাহাবুর লীডার রোজিনাকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নিজ বাড়িতে আঁটকে রাখে। তখন বিষয়টি চারঘাট থানা পুলিশকে জানিয়েও লাভ হয়নি। ঘটনার দু’দিন পরে ভোর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার কয়েকদিন পর মাহাবুর লীডার ৪/৫ জন লোক নিয়ে রোজিনার বাড়িতে যায়। এ সময় তারা রোজিনার স্বামীর খোঁজ করলে রোজিনা জানায় তার স্বামী বাড়িতে নেই। এ কথা শুনে মাহবুর লীডার আবারো তাকে মাদক বহনের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মাহাবুর লীডার তাকে কুড়ালের উল্টো দিক দিয়ে পিঠে আঘাত করে এবং অনেক মারধর করে। এরপর তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
মারধরের পরে রোজিনা চারঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর এস
আই করিম তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এর কিছুদিনের মধ্যেই জামিনে বের হয়ে গিয়ে মাহাবুর লীডার রোজিনা ও তার স্বামীকে মাদক বহনের প্রস্তাব দেয়। তার কথায় রাজি না হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী দিনমজুর। আমাদের মাদক ব্যবসা করতে বাধ্য করা হচ্ছে। আ’লীগ করে বলে মাহাবুর লীডারকে কেউ কিছু বলতে পারে না। আমি প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি। সেই সাথে মাহাবুর লীডারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন অপরাধ করলে কোন ছাড় নয়। আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০