চারঘাট প্রতিনিধি :
রাজশাহীর চারঘাট উপজেলার বিভিণœ এলাকায় হঠাৎ করেই ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইন বিক্রি বৃদ্ধি পাওয়ার খবরে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর ভুমিকা পালনের জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয়েছে মাসিক আইনশৃংখলা সভায়। বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ আহবান জানানো হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, কোন অবস্থাতেই চারঘাটে মাদক বিক্রি, মাদক সেবন, ইভটিজিং ও বাল্য বিয়ে হতে দেয়া হবে না। সেখানে
সরকারী দলের কোন সংগঠনের নেতাকর্মী তদবির করলে তাদেরও চিহিৃত করে আইনের আওতায় আনা হবে। যেসব এলাকায় এখনো মাদকের ভয়াবহতা নিয়ে অভিভাবক মহল উদ্বিগ্ন সেসব এলাকায় আরো নজরদারি বাড়ানোর জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে আহনা জানান তিনি। এ সময় উঠে আসে উপজেলার হলিদাগাছী, আশ্রয়ন প্রকল্প, ইউসুফপুর টাঙ্গন, মোক্তারপুর, বাবুপাড়া, নন্দনগাছী, রাওথা ও পিরোজপুর এলাকায় এখনো কতিপয় মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাকি দিয়ে মরন নেশা ফেনসিডিল, ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। এসময় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, নারী ভাইস
চেয়ারম্যান তাজমিরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফসানা আলমগীর খান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, শলুয়া ইউপি চেচয়ারম্যান জিয়াউল হক মাসুম, নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আল রতন, বিজিবি কোম্পানী কমান্ডার আবু তালেব, উপজেলা সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০