নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই ভোটের মাধ্যমেই আগামী দিনের ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচিত হবে। রোববার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, চারঘাট উপজেলা বিএনপির আহবায় প্রভাষক আব্দুল কুদ্দুস। ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডে ৪৫৯ জন জন সদস্য ভোট দিবেন।
সকাল থেকেই ভোটাররা নেতা নির্বাচনের জন্য লাইন ধরে ভোট দিচ্ছেন। সেখানে পর্যবেক্ষক হিসেবে জেলা যুবদলের সভাপতি মুজাদ্দিদ জামানি সুমন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনিসহ অন্যান্য নের্তৃবৃন্দ রয়েছেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি বলেন, আগামী দিনের ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ হচ্ছে। সকাল ১০টা থেকে সুষ্ঠভাবে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হবে। গনণা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০