চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে বস্তাভর্তি ৮শ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,শুক্রবার গভীর রাতে উপজেলার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামে পুলিশ এই ফেন্সিডিল উদ্ধার করে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চারঘাট-বাঘা) সার্কেল প্রণাব কুমার সরকার ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন এর নেতৃত্বে এসআই মুক্তার হোসেন, এএসআই মালেক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওৎ পেতে থাকলে মাদক কারবারিরা পুলিশের উপস্তিতি টের পেয়ে তিনটি বস্তায় ৮শ১০ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে মডেল থানা পুলিশ বস্তাভতি ফেন্সিডিলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন নিশ্চিত করে বলেন, মাদককারবারী দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০