নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০৬ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মৃত ইমাজের ছেলে ওবায়দুল ইসলাম (৫২)। উল্লেখ্য, চারঘাট থানার একটি দল টহল
ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার টার দিকে চারঘাট থানাধীন ইউসুফপুর কান্দিপাড়া এলাকায় আসামীর বাড়ি হতে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় মামলা হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করে চলেছে রাজশাহী জেলা পুলিশ। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০