চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত জিআর ৪জন ও সিআর ২জন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪৪ জন এবং মাদকদ্রব্য আইনে ৬ জনসহ ৫৬ জন আসামী গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ সমিত কুমার কুন্ঠু বলেন, রাজশাহী পুলিশ সুপার এর নির্দেশনায়
চারঘাট সার্কেল এএসপি নুরে আলম পরিচালনায় ও মডেল থানর এসআই নজরুল ইসলাম, ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান চালানো হয়। তিনি বলেন চারঘাট থানা আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০