রাজশাহীর চারঘাটে আসন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষ্যে ভোট গ্রহনকারী কর্মকর্তা প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নিবার্চনি প্রশিক্ষণ ইনষ্টিটিউট,ঢাকা, উপজেলা প্রশাসন ও উপজেলা নিবার্চন অফিস আয়াজনে মঙ্গলবার সকালে ভোট গ্রহনকারী কর্মকর্তা হিসাবে নিবার্চনী প্রশিক্ষণ চারঘাট মহিলা ডিগ্রী কলেজ ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভেণ্যুত অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মানজুরা মুশাররফ এর সঞ্চালনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা নিবার্চন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, সহকারী পুলিশ সুপার (চারঘাট-বাঘা সার্কল) প্রণব কুমার সরকার, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ এ এস এম সিদ্দিকুর রহমান, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ৬৮ জন, সহকারী প্রিজাইডিং ৪শত ২৯ জন ও পোলিং ৭শত ৮০জন অংশ গ্রহন করে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০