চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : বড়াল বিধৌত পদ্মা নদী তীর ঘেঁসে চারঘাট উপজেলা। বিদায়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদা খানম ও নবাগত ইউএনও সানজিদা সুলতানা যোগদান।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিবার্হী কার্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদা খানমকে বিদায়ী সংবর্ধনা দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা আরিফ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ আলীসহ অফিসার্স ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা আরিফ হোসেন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ সদস্যবৃন্দ ফুলের শুভেচ্ছা মধ্যে দিয়ে কর্মরত দায়িত্ব গ্রহন বা যোগদান করেন নবাগত ইউএনও সানজিদা সুলতানা। বিদায়ী চারঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদা খানম দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দায়িত্বকারী হিসেবে যোগদান করবেন বলে জানা যায়।
এদিকে সিরাজগঞ্জ জেলার উপল্লাপাড়া উপজেলার বিদায়ী ৩৪তম বিসিএস ক্যাডার উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা সুলতানা চারঘাট উপজেলা নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০