চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে দুই শিশুকে ধর্ষণ মামলার একমাত্র আসামী প্রান্তিক কে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলার থানাপাড়া গ্রামের জনৈক ব্যাক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু।
জানা যায়, শনিবার ধর্ষণ ঘটনার পর থেকে অভিযুক্ত আসামী প্রান্তিক নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যায়। মামলা দায়েরের পর থেকে পুলিশ প্রান্তিককে আটক করতে ব্যাপক তৎপরতা চালাতে থাকেন। তারই প্রেক্ষিতে রোববার গভীর রাতে উপজেলার থানাপাড়া এলাকার জনৈক ব্যাক্তির বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, টিভি দেখানোর কথা বলে শনিবার দুপুরে ৫ বছর বয়সী দুই শিশুকে ধর্ষন করে প্রান্তিক নামের এক যুবক। ঘটনার প্রকাশের পর এক শিশুর পিতা বাদী হয়ে শনিবার রাতেই প্রান্তিককে একমাত্র আসামী করে থানায় মামলা করেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০