রাজশাহীর চারঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার চিতলপুকুর এলাকার তজিবুর রহমানের ছেলে অনিক (১৮) ও একই এলাকার আমিনুলের ছেলে মুরাদ (১৭)। তারা দুজন বন্ধ ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, শুক্রবার বিকেলের দিকে পুঠিয়া উপজেলা দুই যুবক মোটরসাইকেল যোগে চারঘাটের দিকে আসার পথে চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোডের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় অনিক। আর গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় মুরাদ।
তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০