রাজশাহীর চারঘাটে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। রবিবার বিকেল ৪টায় জাপা চারঘাট উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাপার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভ উদ্বোধন সূচনা করেন জাপার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা সাবেক সাধারন সম্পাদক শামসুদ্দিন রিন্টু।
পরে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী চারঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাপা চারঘাট শাখার সদস্য সচিব ও সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমানের সঞ্চনালয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপা চারঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি রফিকুল আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা সাবেক সাধারন সম্পাদক শামসুদ্দিন রিন্টু।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন জাপা চেয়ারম্যান এর উপদেষ্টা প্রফেসর আবুল হোসেন, জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা বরুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন চারঘাট পৌর জাপার সাবেক সভাপতি এমারুল, নিমপাড়া ইউনিয়ন সাবেক সভাপতি আকবর আলী, ইনছার আলী ভুট্র, চারঘাট ইউনিয়ন জাপার সাবেক সাধারন সম্পাদক ওহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০