রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মতিউর রহমান (৬২) নিহত হয়েছেন। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকার মৃত জলিলের ছেলে। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই ভাইসহ বেশ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় ছোট ভাই মতিউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। তারপরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রুহুল আমিন বলেন, চারঘাট থেকে আহত অবস্থায় হাসপাতালে একজন আসার পথে রাস্তায় মৃত্যু হয়েছে বলে শুনেছি। হাসপাতালে নিয়ে আসার পরও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০