চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে সাজমা বেগম (১৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই গৃহবধু উপজেলার বালৃদিয়াড় গ্রামের নওশের আলীর মেয়ে সাজমা বেগম (১৯)। পুলিশ ও গৃহবধুর পারিবারিক সৃত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে চারঘাট পৌরসভার আস্করপুর গ্রামের আমজাদের ছেলে শিলুর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাজমার স্বামী তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। গত রোববার দিনগত রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ওই গৃহবধূর বাবার
বাড়িতে তার আত্মহত্যার খবর দেয়া হয়। সাজমার দুলাভাই আতর আলী জানান, আত্মহত্যার খবর পেয়ে চারঘাট হাসপাতালে গিয়ে তারা সাজমাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০