রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চারঘাট থানার ইদুলার ছেলে কাবিল ও তার স্ত্রী চায়না বেগম। এ ঘটনায় র্যাব-৫ এর এস আই হারুন অর রশীদ বাদী হয়ে চারঘাট থানায় একটি মামলা দায়ের করেছে।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে র্যাব-৫ এর একটি দল চারঘাট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোকতারপাড়া এলাকার দফাদারপপাড়া এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৫ এর এস আই হারুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের ৫০০ পিস ইয়াবাসহ আটক করে।
পরে তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়।
খবর২৪ঘন্টা/ এম কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০