রাজশাহীর চারঘাচে ৪৮৮ পিস ইয়াবাসহ শামীম হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। গতকাল বুধবার রাতে চারঘাট থানার রাওথা ঘোষপাড়া গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল তাকে আটক করে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে রাজশাহী জেলার চারঘাট
থানাধীন রাওথা ঘোষপাড়া গ্রামস্থ অভিযান পরিচালনা করে ৪৮৮ পিস ইয়াবা ও ৩ হাজার টাকাসহ শামীম হোসেনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আসামী জানিয়েছে, জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল। পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে। এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা রয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০