রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযান চালিয়ে চেক প্রতারনা মামলার পলাতক আসামী সোহেলকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অফিসার ইনচার্জ এর দিক নিদের্শনায় এসআই সুজন, এসআই আজিজুল, এএসআই আব্দুল জলিল,মামুন-২ ও সঙ্গীয় ফোর্স নিয়ে নিমপাড়া ইউনিয়নের কামিনী গঙ্গারামপুর ইমরান আলীর ছেলে সোহেল রানাকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। ৮ মাস ধরে পলাতক ছিলেন এবং এমন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাত সাড়ে বারটায় নিজ বাড়িতে অবস্থান করে। পরে সে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালানো অবস্থায় তাকে আটক করা হয়। আটককৃত হলেন উপজেলার নিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ইমরান আলীর ছেলে সোহেল রানা (৩২)।
নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন চেক প্রতারনা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ৪নং ওয়ার্ড ইউপি সদস্য সোহেল রানাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, সাজাপ্রাপ্ত এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড।
সিআর-১৭৮/১৯ মামলার পলাতক আসামী সোহেলকে গ্রেফতার করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০