রাজশাহীর চারঘাটে শলুয়া ইউনিয়নের সরদহ রোড রেলস্টেশনের পাশে পরিত্যাক্ত পুরাতন ইউনিয়ন পরিষদ কক্ষে অজ্ঞাতনামা একব্যক্তির উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন লাশটি পরিত্যক্ত কক্ষে দেখতে পেলে ইউপি সদস্য গিয়াস উদ্দীনকে খবর দিলে তিনি পুলিশকে জানান। পরে মডেল থানা পুলিশ এসে অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সরদহ রেল ষ্টেশনের পাশের পুরাতন ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ঘরের অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০