সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ১৯ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনার জনসভায় ফখরুল, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন ভুয়া

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৯, ২০১৮ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনকে ভুয়া বলে অবহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা চান্দিনার রেদোয়ান আহমেদ কলেজ মাঠে আজ নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ একটি গভীর সংকটের মধ্যে রয়েছে। মানুষ তাদের ন্যায্য অধিকার হারানোর পথে। আমাদের সকল অধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হব। আর নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ তো পুরাই অর্থবহ এবং ভুয়া।

এর আগে কুমিল্লায় সমাবেশের উদ্দেশ্যে গুলশান অফিস থেকে সকাল সাড়ে দশটায় গাড়ি বহর নিয়ে রওনা দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। গাড়ি বহরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে রয়েছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, সালাহউদ্দিন ভুইয়া শিশিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ কুমিলায় দুটি সমাবেশে যোগ দেবেন তারা।

দুপুর সাড়ে বারোটায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে এবং বিকাল ৩টায় সুয়াগাজী ফুলতলি খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন বিএনপির এই প্রতিনিধি দল। বিকেলের জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে ঐক্যফ্রন্টের তিন শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না, আ.স.ম আবদুর রব ও বঙ্গবীর কাদের সিদ্দিকী।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।