পাবনা প্রতিনিধি: দেশের সব উপজেলার মতো পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। সহকারী প্লাটুন কমান্ডার রাশেদুলের নেতৃত্বে ৪ জন আনসার সদস্য এই কার্যালয়ে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার দেখা যায় আনসার সদস্যরা চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার রাত থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন বলে জানান তারা। সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট অস্ত্র-গুলির নিরাপত্তা পূর্বক যথানিয়মে সমন্বয় করছেন। পরিস্থিতি বিবেচনায় তাদের দায়িত্ব পালন স্থায়ী বা অস্থায়ী হবে কিনা তা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।
অতি সম্প্রতি সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০