পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরের পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতুরির আঘাতে চাচা মকবুল হোসেন (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের তিন ভাতিজাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মকবুল হোসেনের সাথে তার ভাই আবুল হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সকালে আবুল হোসেনের সাথে মকবুল হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায় আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম হাতুরি দিয়ে চাচা মকবুল হোসেনের মাথায় আঘাত করে। এ সময় মকবুল হোসেনের ভাই মজিবর রহমান এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকারে বাড়ির লোকজন এসে তাদের দু’জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষনা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া ঘটনার সাথে জড়িত অভিযোগে নিহতের তিন ভাতিজা আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৬), আমিন উদ্দিন (৩৫) ও সোহেল রানা (১৮) কে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০