চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০১৮, ৭:২৮ পি.এম
চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে মিরাজুল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিরাজুল ওই গ্রামের মৃত আফতাব প্রামানিকের ছেলে।
হরিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে মিরাজুল দেখেন মটরের একটি তার ছেঁড়া। ইতিমধ্যে বিদ্যুতের লাইনও চলে যায়। পরে মিরাজুল সুইচ বন্ধ না করেই ছেঁড়া তার জোড়া লাগাতে গেলে বিদ্যুৎ এসে পড়ায় বিদ্যুতায়িত হন। পরে দ্রæত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিরাজুলকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০