পাবনা প্রতিনিধি:পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বুধবার পাবনার চাটমোহরে ৭০টি গরীব ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা রংধনু ডেভেলপমেন্ট সেন্টার, ঢাকার অর্থায়নে এবং ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) ও রানা মাস্টার স্মৃতি সংসদের আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিন দুপুরে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি
অথরিটি’র উপ-পরিচালক নুরে আলম মেহেদী সঞ্জু, ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, দৈনিক চলনবিলের বার্তা সম্পাদক শাহীন রহমান।
অনুষ্ঠানে ৪০ জনের মাঝে দশদিনের খাদ্য সামগ্রী ও ৩০ জনের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, সয়াবিন তেল, চিনি, আলু, দুধ, সেমাই, ডাউল, ছোলা। ঈদের আগে এমন সহায়তা পেয়ে হাসি ফুটেছে ৭০টি পরিবারের মাঝে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০