চাটমোহরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০১৮, ২:৩৩ পি.এম
চাটমোহরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত
পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ইটভর্তি হিউম্যান হলারের (ট্রলি) চাকায় পিষ্ট হয়ে তৈয়ব হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাইকোলা গোরস্থান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব উপজেলার ছাইকোলা চৌরাস্তা এলাকার মৃত ইজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তৈয়ব হোসেন অটোভ্যান নিয়ে ছাইকোলা খাঁড়াপাড়া গোরস্থানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দু’টি ইটভর্তি হিউম্যান হলার (ট্রলি) দ্রতগতিতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম ট্রলিটি ধাক্কা দিলে তিনি (তৈয়ব) মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্বিতীয় ট্রলির চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তৈয়ব হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।