পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ছেলের লাঠির আঘাতে মা আয়েশা খাতুন (৫৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার ফৈলজনা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ঘাতক ছেলে মাসুদ রানা (২৫) কে আটক করে স্থানীয় জনতা। নিহত আয়েশা খাতুন ঘাসিখোলা গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী।
ঘটনাস্থলে থাকা পার্শ্ববর্তা আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় ছেলে মাসুদ রানাকে ডাকতে যান মা আয়েশা খাতুন। বেশ কয়েকবার ডাকাডাকি করায় ক্ষুব্ধ ছেলে ঘরে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন ছেলে মাসুদ। এতে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ঘাতক ছেলে মাসুদকে আটক চাটমোহর থানা পুলিশকে জানায়।
মেয়র শহিদুল আরো বলেন, যতদুর শুনেছি ছেলে মাসুদ একটু আধ পাগলা ধরনের, মানসিক সমস্যা আছে। দিনমজুরের কাজ করলেও ঠিকমতো কাজে যেতো না। এ নিয়ে পরিবারে মাঝে মধ্যে মনোমালিন্য হতো। মাকে হত্যার পর তার কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে। মাঝে মধ্যে মায়ের জন্য কান্নাকাটি করছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরীর পর বিস্তারিত বলা যাবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০