পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে স্বামী পরিত্যক্তা এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার সকালে ওই গৃহবধূ থানায় একটি অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিকসহ তিনজনকে আটক করে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ তার অভিযোগে জানান, চাটমোহরে ব্যক্তিগত কাজ শেষে শনিবার রাতে বাড়ি ফেরার সময় মির্জাপুর এলাকার শাহজাহান চেয়ারম্যানের ধানের চাতালের পাশে দাঁড়িয়ে থাকেন এবং মোবাইলের মাধ্যমে ফোন করে তিনি তার ভাইকে এসে নিয়ে যেতে বলেন।
এমন সময় মানিক হোসেন তাকে (গৃহবধূ) একা পেয়ে জোরপূর্বক চাতালের পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। পরে এ ঘটনায় রোববার সকালে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিক হোসেন এবং একই এলাকার ইদ্রিস আলী ওরফে ইদ্দি ও ইউপি সদস্য হাসেন আলীকে আটক করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, ‘অভিযোগ পাওয়ার পর ওই মহিলাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অভিযান চালিয়ে মানিকসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ওসি আরো জানান, মানিকের নামে অভিযোগ দিলেও তদন্ত করতে গিয়ে আরও দু’একজনের সম্পৃক্ততা আছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০