পাবনা প্রতিনিধি: ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’-এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে এ উপলক্ষে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন,ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক,শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোৎ মগরেব আলী,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,যুব উন্নয়ন অফিসার আঃ হালিম,সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিনসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০