পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে অগ্নিদগ্ধ হয়ে মুক্তি খাতুন (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার (০৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত মুক্তি খাতুন চাটমোহর উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর সদরের বালুচর মহল্লার রফিকুল ইসলাম হেলালের স্ত্রী।
রফিকুল ইসলাম হেলাল জানান, তার স্ত্রী মুক্তি খাতুন মানসিক রোগী ছিলেন। শনিবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যান মুক্তি। কিছুক্ষণ পর তার চিৎকার শুনে টয়লেটে গিয়ে হেলাল দেখতে পান তার স্ত্রীর শরীরে আগুন জ্বলছে।
পরিবারের স্বজনদের সহায়তায় আগুন নিভিয়ে দ্রæত তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই তাকে ঢাকার বারডেম হাসপাতালে নেয়া হলে রোববার দুপুর ১২টার হাসপাতালে মুক্তি খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০