নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেয়ার কথা বলে রাজশাহীর ৭ যুবকের কাছ থেকে ৫ লাখ ২৭ হাজার টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা এএইচম মহিবুল আলম ওরফে তিমু (৫০) কে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক মহিবুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন স্বাক্ষরিত গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ২২ জুন মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর গোছা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ হেড কন্সটেবল আব্দুল জলিলের ছেলে আতিকুর রহমান (২৮) নগর গোয়েন্দা শাখা গিয়ে অভিযোগ করেন যে, গ্রেফতারকৃত মহিবুল আলম @ তিমু ও বগুড়া জেলার আদমদিঘী থানার ছোট আখড়া এলাকার শাহিন আলমের ছেলে রোকনুজ্জামান
@রকি (২৫)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন তিনিসহ তার ও আরো ৬ বন্ধুকে পাবনা জেলার ঈশ^রদীতে নির্মাণাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দিবে বলে ৫ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু তারা চাকরী না দিয়ে তাদের সাথে প্রতারণা করে। ভুক্তভোগী টাকা ফেরত নেয়ার জন্য ২২ জুন বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বাড়ী থেকে সিএনজি যোগে চন্দ্রিমা থানাধীন শালবাগান এলাকায় যায়। তিনি সেখানে পৌঁছামাত্রই মহিবুল ও রকি অপরিচিত আরো ৪/৫ জন লোক তাকে হত্যার হুমকি দিয়ে চোখ চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আঁটকে রাখে। এ ছাড়াও প্রতারকরা তাকে মারপিট করে খুন করে লাশ গুম করে ফেলবে ভয় দেখিয়ে ৩ টি লিখিত স্ট্যাম্পে প্রতারকরা ৭ লাখ টাকা পাবে বলে স্বাক্ষর করে নেয়।
এমন অভিযোগ পাওয়ার পর নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে ডিবির টিম ভুক্তভোগীরা যে প্রতারিত হয়েছে তার প্রমাণ পায়। বিষয়টি জানার পর তারা আসামীদের গ্রেফতারের চেষ্টা করে। এরপর চাকুরীর প্রলোভন দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে আসামী এএইচএম মহিবুল আলম@তিমু কে গ্রেফতার করে ও তার কাছে থাকা স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার করা করে। এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০