খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গাজীপুরে চাকরি দেয়ার কথা বলে বাসায় ডেকে এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে গাজীপুর মহানগরীর রওশন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে বাসন থানা পুলিশের ওসি একেএম কাওসার আহমেদ চৌধুরী বলেন, শনিবার সকালে চাকরির কথা বলে ওই নারীকে মোবাইলে ইমরান হোসেন ওরফে আনায়োর (৪৫) নামে এক যুবক রওশন সড়ক এলাকায় মোফাজ্জল হোসেনের বাড়িতে ডেকে নিয়ে যায়। ইমরান ওই বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। বাবার নাম মৃত নয়ন খলিফা। ওই নারী তার বাসায় গেলে চাকরির প্রলোভন দেখানো হয়। সেই সঙ্গে তাকে কুপ্রস্তাব দেয়া হয়।
ওসি একেএম কাওসার আহমেদ বলেন, কুপ্রস্তাবে রাজি না হলে ওই নারীকে ভয়ভীতি দেখায় অজ্ঞাত এক ব্যক্তি। পরে ইমরানের কক্ষের দরজা বন্ধ করে দেয় অজ্ঞাত ওই ব্যক্তি। ওই কক্ষের ভেতর আটকে ওই নারীকে ধর্ষণ করে ইমরান। এ সময় অজ্ঞাত ব্যক্তি দরজার বসে পাহারা দেয়। এ ঘটনায় ইমরান হোসেন ও অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মঙ্গলবার বাসন থানায় মামলা করেন ওই নারী। এরই মধ্যে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি একেএম কাওসার।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০