সফল সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সংরক্ষিত নারী সদস্য হোসনে আরা পাখি সাধারণ আসনে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিসে মনানয়নপত্র জমা দিয়েছেন।
আসন্ন ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ভোলাহাট সাধারণ আসনে (ভোলাহাট গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে) ভোট যুদ্ধে লড়বেন হোসনে আরা পাখি।
মনানয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগে ভোলাহাট উপজেলার সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়াও গোহালবাড়ী ইউনিয়নের ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
হোসনে আরা পাখি বলেন, গত মেয়াদ জেলা পরিষদে সদস্য থাকা অবস্থায় মাদ্রাসা, কবরস্থান, সাধারণ নারীসহ বিভিন্ন প্রকার উন্নয়নমূল কাজ করেছি। আবারও বিজয়ী হতে পারলে ভোলাহাট উপজেলার ব্যাপক উনয়নে নিজেকে উৎসর্গ করবে বলে জানান।
তিনি বলেন, ভোটাররা আমাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন এমনটা প্রত্যাশা।
হোসনে আরা পাখি ভোলাহাট সাধারণ আসনের সকল ভেটারদের কাছে তাকে ভোট দেয়ার অনুরোধ করেছেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০