চাঁপাইনবাবগঞ্জে ৭৭ লাখ টাকার ৭৭০ গ্রাম হেরোইনসহ নিহার কান্ত দাস (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর তানোর উপজেলার তানোর পালপাড়া গ্রামের নিমাই কান্ত দাসের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাই সদর
থানাধীন কেন্দুল মোড়ে বটগাছের নিচে পাকা রাস্তার উপর এক যুবক মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর র্যাবের ওই দলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাই সদর থানাধীন কেন্দুল মোড়ে বটগাছের নিচে অভিযান চালিয়ে ৭৭০ গ্রাম হেরোইনসহ নিহার কান্তকে আটক করে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাই সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০