বুধবার সন্ধ্যা ৭ টার দিকে আড়িয়ামাড়ি পেচিপাড়ার একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মালদা জেলার বৈষ্ণবনগনগর থানার জৈনপুর গ্রামের বাছির শেখ এর ছেলে দৌলত শেখ (৪২), গোধনতলা গ্রামের এনামুল শেখ এর ছেলে মোয়াজ্জেম শেখ (২২), হঠাৎপাড়া বাখরাবাদচর এলাকার মতিউর শেখ এর ছেলে তাজামুল শেখ (২৫), একই এলাকার বিরেন মন্ডলের ছেলে বাবলু মন্ডল (২২), শখদলপুর কুমিরাবাজার গ্রামের সন্তোষ সিংহ এর ছেলে বিশ্বজিত সিংহ (১৯), এবং ওই গ্রামের বিফল মন্ডলের ছেলে বিষ্ণু সিংহ (১৯)।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বাবুল উদ্দীন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার আড়িয়ামাড়ি পেচিপাড়ার গ্রামের আব্দুল কাদেরের বাড়ির পিছনে একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হলে ওই বাগান থেকে ৬ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০