চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে বরাকিব(১৮) ও বাবুল হোসেনের সহধর্মিণী হাজেরা খাতুন পলি (২৮)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফের নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স অভিযান দুটি পরিচালনা করে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ৮ মার্চ সোমবার রাত সাড়ে ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা মির্জাপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি। এ সময় ২জনকে আটক করা হয়। একটি মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০